Amanisha by Barun Das
বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু, বিশেষ করে গল্পের বই। বই জ্ঞান দেয়, আলো দেয় এবং আমাদের সুন্দর হতে শেখায়। আমাদের সমাজে কত-শত ঘটনা আছে, তা প্রেম-প্রীতি-ভালোবাসার হোক, সুখ-দুঃখের হোক বা আনন্দ-বিষাদের হোক, এ সবেরই আমাদের জীবনে প্রভূত প্রভাব পড়ে। জীবনে নিয়ে আসা এ’সব ঘটনা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। এসব ঘটনার বিশ্লেষণ তো সাধারণভাবে মানুষের কাছে সব সময় থাকে না। তাই এসব ঘটনা একটু-আধটু অতিরঞ্জনের ছোঁয়া গল্পের আকারে মানুষের কাছে পরিবেশিত হয়। তখন পাঠক সমাজে আলোড়ন সৃষ্টি করে। ঐ বইয়ের প্রতি আকর্ষণ বেড়ে যায়। বোধ করি, পাঠকেরা গল্পের মধ্যের অন্তর্লীন থাকা সত্যটাকে জানতে পারে।
মানুষের জীবনে সহজাত হচ্ছে প্রেম-ভালোবাসা― লেখকরা সমাজের চারিদিকে বিচরণ করে গল্পের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেয়।
সমাজ জীবনে আমরা অজস্র প্রেম-ভালোবাসা সম্পর্কিত ঘটনার সন্ধান পাই। সেসবই সময়ের প্রবাহে মন থেকে মুছে যায়। সেই ঘটনা নিয়ে গল্প পরিবেশিত হয়, তা কিন্তু পাঠকের মনে গেঁথে যায়।
এই গল্প সংগ্রহে নানারকম সামাজিক ঘটনাকে গল্পাকারে উপস্থাপিত করা হয়েছে। প্রতিটি গল্পই ভিন্ন স্বাদের। পাঠক গল্পগুলোকে পড়ে, বিশ্লেষণ করলে তাদের দেখা বিভিন্ন সামাজিক ঘটনার সঙ্গে মিল পাবে।