top of page
Kochi Pata
(কচি পাতা)
Save More
কথামুখ
আমাদের দায়িত্ব কেবলমাত্র লেখনীকে ছাপার অক্ষরে প্রকাশ করায় নয়, সর্বোপরি সামাজিক ভাবনার সুদূরপ্রসারী দিকগুলোকে উন্মোচিত করা। আত্মপ্রচারণা ও আত্মপ্রতারণার কোলাহল এড়িয়ে সৃষ্টির গহন রহস্যের দিকে স্থিতপ্রজ্ঞায় এগিয়ে যাওয়ায় আমাদের উদ্দেশ্য।
এই ভাবনাকে মর্যাদা দিয়েই কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাসিকার সম্ভার নিয়ে প্রকাশিত হতে চলেছে দ্বিমাসিক কচি পাতা পত্রিকার বইমেলা সংখ্যা "বই কথা কও"। বইটির প্রতিটি শব্দ পৃথিবীর সমগ্রজীবন ছুঁয়ে হয়ে উঠুক সূর্যকিরণের মতো, এই প্রত্যাশা রাখলাম।
bottom of page