Chotoder Aloukik Noi by Saronya Mukhopadhyay
জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে একটা মেয়ে। তার পিছনে মড়মড় করে তাড়া করে আসছে শুকনো পাতার ঝড়। পিছনে গভীর রাত। আকাশ ঘন কালো। সামনে গাছগুলো খুব বড় বড়। তাদের ফাঁক দিয়ে তবুও দেখা যাচ্ছে দূরের নীল পাহাড়। আর অনেকটা আলো। মেয়েটার হাত-পা ছড়ে যাচ্ছে, জামা আটকে যাচ্ছে বড় গাছের ছোটডাল বা কাঁটায়। কেটেও যাচ্ছে হয়ত খানিক, তাও সে থামছে না। ওই দূরের পাহাড়টা তার লক্ষ্য। ওখানে যে পৌঁছতেই হবে তাকে। মুখ থুবড়ে পড়বে-পড়বে, এমন অবস্থায় চট করে তার হাতটা ধরে নেয় একজন মানুষ। মেয়েটা অবাক হয়ে দেখে, সেই লোকটা আলো দিয়ে গড়া। নীল পাহাড়টার মতই এক আকাশ আলো। হাতটা ধরে সে এগিয়ে দেয় মেয়েটাকে। দূরের পাহাড় একটু একটু করে কাছে এগিয়ে আসে। ঝড়টা পার হয়ে গিয়ে মেয়েটা পিছন ফিরে তাকায়। কিন্তু কেউ নেই তো সেখানে! সামনে হাসছে একচাঁদ ভরা পাহাড়। ফুল। জোনাকি।
স্বপ্ন?
হয়তো তাই। অলৌকিক গল্প মানেই কিন্তু ভূতের গল্প নয়। অতীতের বিভিন্ন আশ্চর্য ছায়া আমাদের জীবনে থেকেই যায়। সেই ছায়াগুলি কখনও ভাল, কখনও মন্দ। সেই ছায়াগুলিকেই কায়ার আকারে ধরা রইল এই বইটিতে। এই সংকলনে যে নয়টি গল্প রয়েছে তারা প্রত্যেকেই একে অন্যের থেকে আলাদা। এ বই ছোটদের জন্য। সেই সব আলোকবিন্দুর জন্য যারা জীবনটাকে প্রথম দেখতে শুরু করেছে। যারা লড়াইতে সবে ঢুকছে, যাদের চোখে আশা নামের মায়া আছে। তাদের এটুকু বলার যে সব অন্ধকারই মন্দ নয়। আর যে অন্ধকার কালো, তার শেষ আছে। শুধু দৌড়টা থামালে চলবে না। তাহলেই নীল আলোর সোনালী পাহাড়টা খুঁজে পাওয়া যাবে।
প্রকাশিত হয়েছে শরণ্যা মুখোপাধ্যায় বিরচিত ও কচি পাতা নিবেদিত গল্প সংকলন “ছোটদের অলৌকিক ৯”