Kochi Pata Sharod 1432
কচি পাতা শারদ ১৪৩২
বিষয়: নস্টালজিয়ার তিন দশক, সত্তর থেকে নব্বই
সম্পাদক: দীপাঞ্জন দাস
এই সংখ্যাটির প্রতিটি রচনায়, সাক্ষাৎকারে সাত থেকে নয়ের দশকের এই বহুবর্ণ নস্টালজিয়ার রূপ উন্মোচিত হয়েছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে—শৈশবের প্রতিধ্বনি, যৌবনের উন্মাদনা, হারিয়ে যাওয়া প্রিয়জনের সান্নিধ্য, কিংবা জাতিগত ইতিহাসের উজ্জ্বল কিংবা বেদনাবিধুর অংশ হিসেবে। প্রত্যেক লেখনী এক একটি ‘মনোলগ অব মেমোরি’—যা পাঠককে নিজের অভিজ্ঞতার সঙ্গে সংলগ্ন করে তোলে। পাঠকের কাছে নস্টালজিয়া তখন আর শুধুমাত্র সাহিত্যিক রসায়ন নয়, বরং এক আভ্যন্তরীণ অন্বেষণ।
এই সংখ্যাটির উদ্দেশ্য তাই শুধুমাত্র স্মৃতির উপস্থাপন নয়, বরং স্মৃতির গভীর বিশ্লেষণ, তার বহুমাত্রিক ব্যঞ্জনা এবং সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে তার প্রভাব অনুধাবন করা। নস্টালজিয়ার এই অভিঘাত কেবল অতীতের দিকে নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের দিকেও আমাদের দৃষ্টিকে প্রসারিত করে। কারণ, নস্টালজিয়া কেবল একটি অনুভূতি নয়—এটি এক সাংস্কৃতিক ভাষা, যার প্রতিটি শব্দে জড়ানো থাকে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা, সব হারানোর ভয় এবং স্মৃতির অলিখিত নকশা।



