top of page
Samaj kuchitra edited by Haripada Bhowmick

Samaj kuchitra edited by Haripada Bhowmick

“…‘সমাজ কুচিত্র’ বইটি ‘নিশাচর প্রণীত; Published by B.Mook. Pen and Co.’—এই B.Mook. হল ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। বইটি প্রকাশিত হয় ১৮৬৫ খ্রিস্টাব্দের জানুয়ারি আমসে। পৃষ্ঠাসংখ্যা ছিল ৬৮।

হুতোম ঘরানার লেখক ছিলেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। লেখকের জন্ম ১৮৪২ খ্রিস্টাব্দের ২ জুলাই তারিখে, দক্ষিণ চব্বিশ পরগনার শাসন গ্রামে মামাবাড়িতে। মিশনারী স্কুলে পড়াশুনা। বারুইপুরে একটি স্কুলে কিছুদিন শিক্ষকতা করেছিলেন। ছোটোবেলা থেকেই বাংলা কবিতা লেখার ঝোঁক ছিল। ১৮৬১ সালে জুলাই মাসে ‘পরিদর্শক’ নামে যে দৈনিক পত্রিকা প্রকাশিত হত সেখানে মাঝে মাঝে কবিতা পাঠাতেন। পত্রিকার অন্যতম প্রধান সম্পাদক জগন্মোহন তর্কালঙ্কার। ১৮৬২ খ্রিস্টাব্দে ১৮ নভেম্বর ‘পরিদর্শক’ পত্রিকা নতুনভাবে বড়ো আকারে প্রকাশের ব্যবস্থা করা হয়। এর সম্পাদক ও স্বত্বাধিকারী হন কালীপ্রসন্ন সিংহ। এই সময় জগন্মোহন তর্কালঙ্কার মহাশয়ের কাছ থেকে একটি চিঠি পান ভুবনচন্দ্র। তাতে বলা হয়েছে, এই চিঠি পাওয়ামাত্র ভুবনচন্দ্র যেন কলকাতায় চিৎপুর বরাহনগরে ‘সারস্বত আশ্রম উদ্যানে’ গিয়ে শ্রদ্ধেয় কালীপ্রসন্ন সিংহের সঙ্গে দেখা করেন। সাক্ষাতের ফল ভালোই হয়েছিল, ভুবনচন্দ্র ‘পরিদর্শক’ পত্রিকার সম্পাদনার কাজে তর্কালঙ্কারের সহকারী নিযুক্ত হন। মাসতিনেক পত্রিকা চলার পর লাভের মুখ না দেখায় পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। পত্রিকা বন্ধ হলেও কালীপ্রসন্নের সুনজরে পড়েছিলেন ভুবনচন্দ্র। তাঁকে কালীপ্রসন্ন সিংহ বলেছিলেন, ‘খুব তাড়াতাড়ি তোমাকে একটা ভাল চাকরীর ব্যবস্থা করে দেব। তুমি আমার কাছেই থাক।’

আগের বছর, অর্থাৎ ১৮৬১ সালে ‘হুতোম প্যাঁচার নক্‌শা’-র প্রথম ভাগ প্রকাশিত হয়েছে, পরের পর্বের প্রস্তুতি শুরু হয়েছে। শ্রদ্ধেয় অরুণ নাগ মহাশয় ৬২৯ নং টীকায় ‘দুর্গোৎসব’ নকশার শেষ সংগীতটি প্রসঙ্গে জানিয়েছেন— ‘বিদায় হও মা ভগবতী’—এই গানটির রচয়িতা ভুবনচন্দ্র মুখোপাধ্যায়, জানিয়েছেন মহেন্দ্রনাথ বিদ্যানিধি। ‘সময়ে সময়ে ভুবনচন্দ্র, ‘কিছু কিছু’ হুতোমে লিখিয়া দিতেন। স্বভাবসিদ্ধ ঔদার্য্যগুণে সিংহ সেগুলিকে সমাদর-সহকারে গ্রহণ করিতে কুণ্ঠিত কি সঙ্কুচিত হইতেন না।… ‘দুর্গা-বিজয়া’ বিষয়ে সংগীত সং-রচিত করিতে করিতে উপদেশ দিয়া ‘সিংহ’বাবু, একদা বিচারালয়ে গমন করিলেন। ওদিকে ভুবনচন্দ্রও আদিষ্ট গান রচনা করিলেন। আদালত হইতে প্রত্যাগত হইবামাত্র গানটি তাঁহার দর্শন পথে পতিত হইল। ‘সুর’ ও কতক কতক ‘ভাব’ বা ‘পদ’ পরিবর্ত্তিত করিয়া দিয়া, গীতটি পুস্তকের অন্তর্নিবেশিত করিয়া লওয়া হইল। এই কার্য্যেও ‘সিংহের’ কি আশ্চর্য্য অউদার্য্য অভিব্যক্তি।’…”

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রখ্যাত লেখক ও গবেষক হরিপদ ভৌমিকের সম্পাদনায় ‘কচি পাতা’ থেকে প্রকাশিত হয়েছে ‘সমাজ কুচিত্র’।

    ₹225.00 Regular Price
    ₹198.00Sale Price
    bottom of page